পোস্টগুলি

মার্চ, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন ইশা ও প্রেমের অপমৃত্যু

গাড়ি থেকে নেমে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সামাজিক বিজ্ঞান চত্বরে বসলো অনিক। সিগারেটে আগুন দিতেই ফিরে গেলো তার অতীতে। সময়টা ২০০৫ সাল। ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ, সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে উর্দু বিভাগে ভর্তি হয়েছে। মনটা খারাপ, ইংরেজীতে কম নম্বর পাওয়ায় এখন উর্দু পড়তে হচ্ছে। মন এজন্য খারপ না যে সে উর্দু পড়ছে, মন খারপ তার তার কলেজের বান্ধবী ইশার জন্য। ইশা ইংরেজী বিভাগে একই বর্ষে পড়শোনা করছে। কলেজে থাকতে তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠে। কলেজে দুইজন আলাদা সেকশনে থাকলেও তারা দুজনেই মানবিকের শিক্ষার্থী ছিলো। নিজ সেকশনে তারা দুজন প্রথম ছিলো। তবে সম্মিলিতভাবে ইশা ছিলো প্রথম। ভেতরে ভেতরে একটা স্নায়ুযুদ্ধ চললেও উপরি উপরি তাদের বেশ ভাব ছিলো। যখন এইচ এস সি পরীক্ষার ফলাফল বের হলো তখন অনিক পেল ৪.৫০ অন্যদিকে ইশা পেল জিপিএ ৫.০০। এরই মধ্যে শুরু হয়ে গেলো ভর্তিযুদ্ধ। এখন ইশা ইংরেজী বিভাগের ছাত্রী অন্যদিকে অনিক উর্দুতে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু সবাই নতুন বন্ধু তাই ইশাকে খুব কাছের মনে হতে লাগলো অনিকের। প্রাই তাদের নিয়মিত দেখা হত কলা ভবনের গেইটে। অনিক কথা বলতে চাইত কিন্তু ইশা তার ব্যস্