পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন ম্যাজিস্ট্রেট ও চা দোকানীর আত্মকাহিনী

  ঘটানা-০১ সফুর আলী, টানাপোড়েনের এ সংসারে তার একমাত্র জীবিকা নির্বাহের জন্য চা এর দোকানটিই তার কাছে দেবতা। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। নোয়াখালীর মাইজদীতে তার বসবাস। চায়ের দোকান থেকে যে আয় হয় তা দিয়ে তার সংসার চালানো অনেকটা কষ্টসাধ্য। তবুও বাস্তবতাকে মেনে নিয়েই জীবনের পথে হাটতে হয়। সৃষ্টিকর্তার সাথে হয়তো তার পুরনো শত্রুতা রয়েছে। নইলে এতো এতো বিত্তবান মানুষ থাকতে সে কেন চায়ের দোকানী হবে। এ কথা ভাবতে ভবতে যখন সফুর দোকানের সামানে তাকালো তখন দেখল রাজিব তার ছোট ভাইদের নিয়ে দোকানে এসে বসেছে। সফুর কিছু বলার আগেই রাজিব বলে উঠল, -কি বুড়ো? ব্যবসা বানিজ্য করার ইচ্ছা নাই নাকি? -কি কও বাজান? ব্যবসা না করলে খাইমু কি? পোলাপানগো খাওয়াইমু কি? -তাইলে মাল-পাত্তি দেও না কেন? আমার আসতে হইলো কেন? -এই মাসে বাজান বেচাকিনি কম, কি করমু কও? কিস্তি চালাই তিনডা, ঘরে বউ, তিনডা পোলা একটা মাইয়া। -অত কথা শোনার সময় আমার নাই, এই মাস থেকে তুমি আরো ৫০০ বাড়ায়া দিবা। আর কোনো কথা নাই। সময় মত পৌছায়া যায় যেন। নইলে তুমি থাকবা তোমার দোকান থাকব না। বলে রাজিব চলে গেলো, সফুর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে লাগলো, "আল্লাহ